মুন্সীগঞ্জের ডিসির অপসারণ চেয়ে মানববন্ধন
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সাইফুল হাসান বাদলের অপসারণের দাবিতে আজ বুধবার শহরের প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও সাংবাদিক সমাবেশ করা হয়েছে।
বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টার এ মানববন্ধনে জেলা সদর, টঙ্গিবাড়ী, গজারিয়া, লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের পূর্বঘোষিত তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বুধবার মানববন্ধন শেষে সাংবাদিক সমাবেশ করা হয়। জেলা প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী দীপু, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সাবেক যুগ্ম সম্পাদক আবু সাঈদ সোহান, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম বাবু, ৭১ টিভির প্রতিনিধি জসিমউদ্দিন দেওয়ান, বিজয় টিভির প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, সিরাজদিখান প্রেসক্লাবের সহসভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি বেপারী মো. শামীম, গজারিয়া উপজেলার মানবাধিক সংস্থার সাধারণ সম্পাদক এস এম নাসির, দৈনিক বাংলাদেশ সময়ের গজারিয়া প্রতিনিধি আঁখি আক্তার প্রমুখ।
গত সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের কর্তব্য পালনে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে গত মঙ্গলবার থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।