দিনাজপুরে যুবককে কুপিয়ে হত্যা
দিনাজপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার পুলহাট কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মনির (৩০) ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের ধরে পুলহাট কাশিমপুর গ্রামের রনি নামের এক যুবক শিকদারহাট বাবুলের মিলের কাছে মনিরকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনিরের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে মনিরুজ্জামান মনিরের বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এসআই।