ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের আরো এক সদস্যের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ৭টায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দুজনে দাঁড়াল।
নিহত রনি (১৭) ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট বাজারের বাবলু মিয়ার ছেলে। এর আগে রনির বোনও মারা যায়।
গত শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার মাদিলাহাট বাজারে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাবলু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, মেয়ে মনিরা খাতুন (১৫) ও ছেলে রনি অগ্নিদগ্ধ হয়।
চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মনিরা খাতুন মারা যায়।