কুমিল্লায় পেট্রলবোমাসহ দুজনকে ধরে গণধোলাই
কুমিল্লার নাঙ্গলকোট থানা এলাকায় পেট্রলবোমা বহন করার সময় দুই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার রাতে নাঙ্গলকোট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক দুজনের মধ্যে নজরুল ইসলাম ফয়েজ বিএনপির কর্মী ও মনিরুল ইসলাম জামায়াতের কর্মী। মোটরসাইকেলে পেট্রলবোমা বহন করার সময় স্থানীয় লোকজন তাদের ধরে গণধোলাই দেয়। পরে নাঙ্গলকোট থানার পুলিশ দুজনকে আটক করে নিয়ে যায়।
ওসি জানান, ফয়েজের বাড়ি জেলার মনোহরগঞ্জ থানার খিলা এলাকায় এবং মনিরুল ইসলামের বাড়ি লাকসাম থানার রাজাপুরে।