পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে রুবেল তালুকদার (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
রুবেল তালুকদার মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর গ্রামের ফারুক তালুকদারের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী মঠবাড়িয়ার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। সে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় রুবেল স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে দিনভর আটকে রেখে ধর্ষণ করে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, মেয়েটিকে রুবেল তার সহযোগী উজ্জ্বলদের বাড়িতে নিয়ে আটকে রাখে। এ সময় ওই বাড়িতে উজ্জ্বলের বাবা-মা কেউ ছিল না। বিকেলে এ ঘটনা টের পেয়ে রুবেলকে আটক করা হয়। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে এসে মেয়েটিকে উদ্ধার করে। পরীক্ষার জন্য মেয়েটিকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। আর রুবেলকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণের অভিযোগ এনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।