সাংবাদিকের ওপর নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্সের (অ্যাটকো) সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবি জানিয়েছেন বান্দরবানের সাংবাদিক ও সচেতন নাগরিকরা। এ সময় একুশে টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুর ওপর সন্ত্রাসী হামলাসহ সারা দেশে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।
বান্দরবানে প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। সাংবাদিক ও সচেতন নাগরিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে গণমাধ্যমের কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, বান্দরবান টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ারসহ গণমাধ্যমের কর্মীরা।
গণমাধ্যম ব্যক্তিত্ব মোসাদ্দেক আলী ও একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন বন্ধ করতে হবে। গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা বন্ধ করুন।
গত মঙ্গলবার বান্দরবান বাজারের পৌর শপিং কমপ্লেক্সের সামনে চোরাকারবারিদের চালের বস্তা পরিবর্তনের সময় ছবি তোলায় সন্ত্রাসীদের হামলায় একুশে টিভির বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিটুসহ দুই সাংবাদিক আহত হন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।