মুন্সীগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
মুন্সীগঞ্জ থেকে প্রায় ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তির অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদরের মীরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মীরকাদিম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলিল মাদবর এলাকাবাসীর বরাত দিয়ে জানান, টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন নারী ও একজন পুরুষ দক্ষিণ রামগোপালপুর এলাকার কবির চৌধুরীর বাড়ির উঠানে কিছু একটি ফেলে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী দৃশ্যটি দেখতে পায় এবং কাছে গিয়ে এটি একটি মূর্তির অংশবিশেষ বলে চিনতে পারে। পরে তাঁরা পুলিশকে খবর দিলে মূর্তিটি উদ্ধার করে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, মূর্তিটি মূল্যবান কষ্টিপাথরের। সনাতন ধর্মাবলম্বীদের কোনো দেবতার মূর্তি এটি। যে অংশটি উদ্ধার করা হয়েছে, তা মূর্তির নিচের অংশ। তবে মূর্তি পাচারকারীদের আটক করতে পারেনি পুলিশ।