খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ নেতাকর্মী আটক
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি ইউনিটের সংগঠক রিকো চাকমাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে জেলার গুইমারা এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ রিকোকে আটক করে। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ তিনটি মামলা রয়েছে।
ওই রাতেই রামগড়ের পাতাছড়া এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইউপিডিএফ কর্মী জয় চাকমাকে (২৮) আটক করে। এ সময় তাঁর কাছ থেকে গুলিসহ রিভলবার উদ্ধার করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা রিজিয়নের সামনে ঢাকাগামী এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে রিকো চাকমাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় পুলিশের ওপর হামলাসহ তিনটি মামলা রয়েছে। রিকো চাকমাকে রাতেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খাগড়াছড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুউদ্দিন ভূঁইয়া জানান, রিকো চাকমাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।
এ আটকের ঘটনায় ইউপিডিএফের কেন্দ্রীয় গণমাধ্যম শাখার প্রধান নিরণ চাকমা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রিকো চাকমার মুক্তির দাবি জানিয়েছেন।