নাশকতায় অর্থায়নকারীদের চিহ্নিত করা হয়েছে : শিল্পমন্ত্রী
হরতাল-অবরোধের নাশকতা এবং জঙ্গি তৎপরতার অর্থায়ন বন্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শিল্পমন্ত্রী বলেন, দেশের জঙ্গি তৎপরতা, হরতাল-অবরোধে নাশকতার মতো কর্মকাণ্ডে কারা অর্থায়ন করছে তা চিহ্নিত করা হয়েছে। এখন তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার।
এর আগে শিল্পমন্ত্রীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় সোয়া দুই ঘণ্টা চলা বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিল্পমন্ত্রী। এ সময় জঙ্গি ও নাশকতায় কারা অর্থায়ন করছে সাংবাদিকরা তাদের নাম জানতে চাইলে নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, চলমান হরতাল-অবরোধের নামে যে নাশকতা চলছে তা শিগগিরই কেটে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কবে নাগাদ স্বাভাবিক হবে তা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কবে হবে তা বলা যাচ্ছে না। তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।’
বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।