ঋণ না দেওয়ায় ফাটল মাথা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এবার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) শাখা ব্যবস্থাপকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঋণ দিতে রাজি না হওয়ায় ওই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত রবিউল ইসলাম (৩২) এনজিও আরডিআরএস বাংলাদেশের হাতীবান্ধার দৈখাওয়া শাখার ব্যবস্থাপক।
এদিকে গত মাসের শেষ সপ্তাহে হাতীবান্ধা উপজেলায় এনজিও প্লান ইন্টারন্যাশনালের স্থানীয় কার্যালয়ে ঢুকে দিনেদুপুরে হামলার ঘটনা ঘটেছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরডিআরএসের দৈখাওয়া শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম গত বুধবার বিকেলে উপজেলার তরণীর বাজার এলাকায় থাকা সংস্থাটির একটি কেন্দ্র পরিদর্শনে যান।
সেখানে ওই এলাকার জনধ্বন নামের এক ব্যক্তির সাথে ঋণ দেওয়া না দেওয়া নিয়ে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। এরই একপর্যায়ে জনধ্বন ও তাঁর লোকজন রবিউলের ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে আজ বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরডিআরএস সূত্রে জানা গেছে, জনধ্বন এর আগে ঋণ নিয়ে ঠিক সময়ে পরিশোধ করেননি। এ কারণে তিনি আবারও নতুন করে ঋণ চাওয়ায় ব্যবস্থাপক তা দিতে অস্বীকৃতি জানান। এতে তিনি ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটান।
আরডিআরএসের হাতীবান্ধা আঞ্চলিক ব্যবস্থাপক ম্যানেজার আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘হামলার ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান জানান, মামলা দায়েরের পর জনধ্বনসহ দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৫ মার্চ হাতীবান্ধা উপজেলা সদরের কাউন্সিলপাড়ায় অবস্থিত প্লান ইন্টারন্যাশনালের লালমনিরহাট প্রোগ্রাম ইউনিট কার্যালয়ে ঢুকে দিনেদুপুরে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে ওই কার্যালয়ের ব্যবস্থাপকসহ তিন কর্মী গুরুতর আহত হন। একটি ঠিকাদারি কাজের নিম্নমানের সামগ্রী নিতে অস্বীকৃতি জানানোর জের ধরে ওই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার পর এনজিওটি বেশকিছু দিন সেখানে তাদের কার্যক্রম বন্ধ রাখে।