এ সরকারের আমলেই ফোর জি : জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, ২০১৬ সালের মধ্যে ফোর জি সুবিধার নিলাম আহ্বান করা হবে। আর ২০২১ সালের মধ্যে পুরো বাংলাদেশকে ফোর জির আওতায় আনা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের মধ্যে ট্যাব বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়।
জয় বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের মানুষ আর পিছিয়ে থাকবে না। প্রযুক্তির বিস্তার ঘটাতে পারলে দেশ থেকে দুর্নীতি কমে যাবে। কারণ কম্পিউটার কখনো দুর্নীতি করে না।’ তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির বিস্তারের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। এগুলো হলো সাইবার সিকিউরিটি, সাধারণ মানুষের কাছে ইন্টারনেট সহজলভ্য করতে ইন্টারনেট নিউট্রাল পলিসি করা এবং বাংলাদেশকে ফোর জি সুবিধার আওতায় আনা। ইন্টারনেট নিউট্রাল পলিসি করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দায়িত্ব দেওয়া হবে বলেও জানান জয়।
বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে বিশ্বের বিভিন্ন পুরস্কার পাওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন জয়। তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ২৫ হাজার সরকারি কর্মকর্তাকে ট্যাব দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে আজ ট্যাব পেয়েছেন ১৮ হাজার কর্মকর্তা।