পিরোজপুরে জাতীয় শোক দিবস পালিত
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় শহরে বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শোকর্যালি বের করা হয়।
শোকর্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মো. খায়রুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আবদুল জলিল আকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার বক্তব্য দেন।
এ ছাড়া পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে জেলা জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির বিচারক, আইনজীবী সমিতির সভাপতি সম্পাদকসহ আইনজীবীরা একটি পৃথক র্যালি বের করে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।