নেত্রকোনায় হত্যার দায়ে ২ নারীর যাবজ্জীবন
নেত্রকোনায় মিনা আক্তার নামের এক নারীকে হত্যার দায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় আসামিদের উপস্থিতিতে নেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল হামিদ এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রাম চন্দ্রপুর গ্রামের রেজিয়া খাতুন (৫০) ও হারুনা আক্তার (২০)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর ধানের খড় পোড়ানোকে কেন্দ্র করে মিনা আক্তারের সাথে হারুনার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে হারুনার পক্ষ নিয়ে রেজিয়া খাতুনও কথাকাটাকাটিতে যোগ দেন। এ সময় মিনা আক্তারকে ধরে রাখেন রেজিয়া। আর হারুনা কাঠের পিঁড়ি দিয়ে মিনার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মিনাকে প্রথমে কেন্দুয়া সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
একই বছর ২২ সেপ্টেম্বর মিনা আক্তারের ছেলে হলুদ মিয়া তিনজনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ আগস্ট রেজিয়া খাতুন ও হারুনা আক্তারকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এ রায় দিলেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন কমলেশ কুমার চৌধুরী। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন দিদারুল হক চৌধুরী।