কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ একজন আটক
কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর গ্রাম থেকে দুটি দেশি পাইপগান ও চারটি গুলিসহ মিনিস্টার (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, বেলা ৩টার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে মিনিস্টারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেশি দুটি পাইপগান ও বন্দুকের চারটি গুলি উদ্ধার করা হয়। আটক মিনিস্টার রাজনগর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আটক মিনিস্টারের বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।