নড়াইলে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০
নড়াইলে আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হামলায় নূর ইসলাম মৃধা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলার লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
ময়নাতদন্তের জন্য নূর ইসলামের লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মল্লিকপুর গ্রামের হেমায়েত হোসেন হিমু ও দুলাল ঠাকুরের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত ও সংঘর্ষ চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে দুলাল ঠাকুরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হিমুর লোকজনের ওপর হামলা চালায়। এতে নূর ইসলাম ও তাঁর মেয়েসহ পাঁচজন আহত হয়। এ নিয়ে হিমুর লোকজনের পাল্টা হামলায় প্রতিপক্ষের পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থা সংকটাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক নূর ইসলামকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা নূর ইসলামকে মৃত ঘোষণা করেন।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সর্দার রকিবুল ইসলাম বলেছেন, সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।