বাগেরহাটে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৫
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে আজ শুক্রবার বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছে। এ সময়ে উভয় যানবাহনের ২০ যাত্রী আহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন ফকিরহাটের দোহাজারী এলাকার কেষ্টধন দাসের ছেলে নীল কমল দাস (৪৫) ও বলরাম দাস (৩৫), সুভাস দাসের ছেলে শ্যাম দাস (৩০), কার্তিক দাসের ছেলে পানু দাস (৪৭) ও পিকআপের অজ্ঞাতনামা চালক (৫০)। নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস। আর গোপালগঞ্জে মাছ বিক্রি শেষে ফকিরহাটের নলধা ইউনিয়নের দোহাজারী এলাকায় ফিরছিল একটি পিকআপ ভ্যান। বেলা পৌনে ৩টায় ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে পাঁচজন মারা যায়। এ ছাড়া তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্য যাত্রীদের অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।