ময়মনসিংহ-হালুয়াঘাট পথে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ
কয়লা আমদানিকারক সমিতির সাথে দ্বন্দ্বের কারণে আজ শুক্রবার সকাল থেকে ময়মনসিংহ-হালুয়াঘাট পথে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এতে এই পথে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম ও হালুয়াঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মিয়াজ উদ্দিন রজব আলী অভিযোগ করেন, তিন মাস আগে নিম্নমানের কয়লা সরবরাহ করায় নোয়াখালীর মাইজদীতে ময়মনসিংহের একটি পণ্যবাহী ট্রাক আটক করেন এক ইটভাটার মালিক। ট্রাকটি ছাড়িয়ে আনতে ময়মনসিংহের হালুয়াঘাট গোবড়াকুড়া স্থলবন্দরের কয়লা আমদানিকারক সমিতির মহাসচিব আলী আজগরের শরণাপন্ন হলে তিনি কোনো ধরনের সহায়তা করেননি। এর প্রতিবাদেই আজ থেকে এই ধর্মঘট ডাকা হয়েছে। কয়লা আমদানিকারকরা সমঝোতায় না আসা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেনও শ্রমিক নেতারা জানান।
এদিকে হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ জানান, হালুয়াঘাট মোটর মালিক সমিতির প্রতিনিধি জাফর আলী নোয়াখালীর মাইজদীতে নিম্নমানের কয়লা সরবরাহ করায় তাঁর ট্রাক আটক করে মামলা করেন এক ইটভাটার মালিক। এ বিষয়ে কয়লা আমদানিকারক সমিতির মহাসচিবের কিছু করার ছিল না এবং তাঁর সাথে দ্বন্দ্বের কথা সঠিক নয়।