গণরোষই সহিংসতা প্রতিহত করবে : প্রধানমন্ত্রী
দেশের মানুষ এখন জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি নিজেরাই প্রতিহত করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনরোষই এসব সহিংসতা থেকে দেশকে স্থিতিশীলতায় ফিরিয়ে নিয়ে আসবে।
আজ বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারের আগামী চার বছর মেয়াদকালে দারিদ্র্য আরো ১০ শতাংশ কমিয়ে আনতে সবাইকে কাজ করার তাগিদ দেন শেখ হাসিনা।
ধারাবাহিকভাবে মন্ত্রণালয়গুলো পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে এদিন প্রধানমন্ত্রী যান অর্থ মন্ত্রণালয়ে। সেখানে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের শুরুতেই প্রধানমন্ত্রী দাবি করেন, সরকারের দিক-নির্দেশনা ও সবার কঠোর পরিশ্রমের ফলেই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয়। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দারিদ্র্য এখন ২৪ শতাংশের নিচে নেমে এসেছে। আমাদের টার্গেট রয়েছে, আগামী চার বছর আমাদের সরকারের মেয়াদের মধ্যে আমরা আরো ১০ শতাংশ দারিদ্র্য কমাতে পারি।’ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘এ জন্য আপনাদের পরিশ্রম করতে হবে।'
সরকার যেসব উন্নয়ন প্রকল্প ফাস্ট ট্র্যাকভুক্ত করেছে, সেগুলোর বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে আরো বেশি তৎপর হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পুরোপুরি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, যা দেশের জন্য গর্বের বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু দেশের এসব অর্জন কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডের জন্য ম্লান হতে চলেছে বলেও আক্ষেপ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ এ ব্যাপারে যথেষ্ট সচেতন। ধ্বংসাত্মক কার্যক্রম, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এগুলো কিন্তু মানুষ আর মেনে নিচ্ছে না। বরং তারা এসব প্রতিহত করতে শুরু করেছে। কাজেই গণরোষের মাধ্যমেই এ অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারব। এটাও এক ধরনের মানবতাবিরোধী কাজ।’ প্রধানমন্ত্রী এ সময় রাজস্ব আয়ের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।