নাশকতার মামলায় বরগুনায় জেলা বিএনপির ১৫ নেতাকর্মীর জামিন
নাশকতার একটি মামলায় বরগুনা জেলা বিএনপির সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্লাসহ ১৫ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। ২০১৫ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস পোড়ানোর ঘটনায় এই মামলা করা হয়েছিল।
আজ বুধবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ১৫ নেতাকর্মী। শুনানি শেষে সবাইকে জামিন দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাসানুজ্জামান।
২০১৫ সালের ১৪ মার্চ গভীর রাতে বরগুনার কাঠপট্টি এলাকায় একটি বিআরটিসির বাসে আগুন দেওয়ার ঘটনায় বরগুনা জেলা বিএনপি সভাপতি মো. মাহবুব আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামসহ ৪০ জন এবং অজ্ঞাত আরো বেশ কয়েকজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং : ১৫/১৬) একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন বিএনপির ১৫ নেতাকর্মী। শুনানি শেষে সবাইকে জামিন দেন আদালত।