এলজিইডি অফিস চত্বরে গাড়িচাপায় পিয়ন নিহত
পাবনা শহরের পৈলানপুর এলাকায় আজ শুক্রবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় চত্বরে এক ঠিকাদারের গাড়িচাপায় এক পিয়নের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশকে না জানিয়ে এবং ময়নাতদন্ত না করে লাশ দ্রুত দাফন করা হয়।
নিহত মনির হোসেন (৩৪) বাংলাবাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, পাবনা শহরের চক ছাতিয়ানী এলাকার ঠিকাদার মিঠু মালিথা এলজিইডি অফিস চত্বরে তাঁর গাড়ি রাখতেন। আজ বেলা ১১টার দিকে গাড়ি বের করার সময় চাকার নিচে চাপা পড়েন মনির। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশকে না জানিয়ে নিহতের আত্মীয়-স্বজন, সংশ্লিষ্ট ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দ্রুত দাফন করে। এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলেও ওসি জানান।
এলজিইডি পাবনা কার্যালয়ের হিসাবরক্ষক আবদুর রশিদ বলেন, ‘ঠিকাদার মিঠু মালিথার গাড়ির চাপায় আমাদের অফিসের পিয়ন মনির নিহত হয়েছে।’
এ ব্যাপারে মিঠু মালিথার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল কাদেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি একটি মিটিং করার জন্য বগুড়া এসেছি। পাবনা ফিরে সব জেনে সাংবাদিকদের জানাব।’