বরগুনায় শিক্ষার্থীদের মাঝে পুলিশের বৃক্ষচারা বিতরণ
বরগুনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলদ বিভিন্ন প্রজাতির ৮০০ গাছের চারা বিতরণ করেছে পুলিশ।
উন্নয়ন সংগঠন সাজিদ সোবহান ফাউন্ডেশনের সহযোগিতায় বরগুনা জেলা পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার বিজয় বসাক।
বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন, বরগুনা প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টুসহ সরকারি মহিলা কলেজের শিক্ষকরা।
সভায় পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনে অভিযোজনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন পুলিশ সুপার বিজয় বসাক। একই সময়ে জেলা পুলিশের সব গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর জানিয়ে ইভ টিজিং ও নির্যাতন রোধে সর্বস্তরের শিক্ষার্থীর পাশে থাকার আশ্বাস দেন পুলিশ সুপার।