পবিরারের সবাইকে অচেতন করে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা
নড়াইলে খাবারে চেতনানাশক মিশিয়ে পবিরারের সদস্যদের অচেতন করে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহাদাত কবির নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে সদর থানার বিছালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, দূর সম্পর্কের আত্মীয়তার সুবাদে তাদের বাড়িতে যাতায়াত করতেন শাহাদাত। তাঁর বাড়ি যশোরের নওয়াপাড়া এলাকায়। তিনি নানাভাবে কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরির চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি গতকাল রাতে চটপটির সঙ্গে চেতনানাশক মিশিয়ে নিয়ে কলেজছাত্রীর বাড়িতে আসেন। ছাত্রীর বাবা, মা, ভাইকে ওই চটপটি খাওয়ান শাহাদাত। একপর্যায়ে সবাই অচেতন হয়ে পড়লে ওই যুবক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনার সময় বাড়ির একমাত্র সুস্থ ব্যক্তি কলেজছাত্রীর ভাবি বিষয়টি টের পান এবং তিনি প্রতিবেশীদের খবর দেন। স্থানীয় লোকজন গিয়ে শাহাদাতকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
চেতনানাশকের প্রভাবে অসুস্থ সবাইকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।