খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল রানা (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার যুগ্নিপাশা তালপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, সোহেলের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন উপপরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবল আহত হয়েছেন। বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ছয়টি বোমা ও ১৪টি গুলি উদ্ধার করা হয়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির জানান, গতকাল শুক্রবার সকালে ফুলতলা থেকে সোহেলকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধারের জন্য তালপুকুরপাড় এলাকায় অভিযানে গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। এ সময় পুলিশও প্রায় ৩০টি গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় ২৫ মিনিট ধরে গুলি বিনিময়ের পর সন্ত্রাসী বাহিনী পিছু হটে। এর পর ঘটনাস্থল থেকে সোহেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি সিক্স শুটারগান, একটি ডবল ব্যারেল বন্দুক, ছয়টি বোমা ও ১৪টি গুলি উদ্ধার করা হয়।
ইলিয়াস ফকির বলেন, সোহেল যশোরের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে যশোরের অভয়নগর ও খুলনার ফুলতলা থানায় সাতটি মামলা আছে। যশোর জেলার সন্ত্রাসী তালিকায় ৪০ নম্বরে সোহেলের নাম আছে। তিনি আরো বলেন, সুরতহাল বিশ্লেষণের জন্য সোহেলের লাশ ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত সোহেল রানার বোন আয়শা খানম দাবি করেন, তাঁর ভাইয়ের নামে শুধু একটা অপহরণের মামলা আছে। পুলিশ পরিকল্পিভাবে তাঁকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।