নড়াইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
নড়াইলে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খেলোয়াড়সহ ১৫ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলির নাকশী মাঠে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে নাকশী মাঠে নাকশী মাধ্যমিক বিদ্যালয় বনাম বাঁশগ্রাম-বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শুরু থেকে বাঁশগ্রাম দল ভালো খেলছিল। তবে নাকশী দল বাঁশগ্রামের ওপর মারমুখী হয়ে খেলে। খেলায় নাকশী দল এক গোলে পরাজিত হয়। দলটির সমর্থকরা এটিকে ভালোভাবে নিতে পারেননি। এরই জের ধরে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফুটবল খেলায় প্রভাব খাটানো নিয়ে ক্ষিপ্ত হয়ে নাকশীর খেলোয়াড় ও এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে বাঁশগ্রামের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
আজ শুক্রবার সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা খুবই দুঃখজনক। উভয় পক্ষকেই সতর্ক করে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।