পটুয়াখালীতে স্কুলছাত্র খুন
পটুয়াখালী শহরের কবরস্থান এলাকা থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে সবুজ মিয়া (১৫) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
সবুজ কবরস্থন এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী মো. মতিউর রহমানের ছেলে। সে পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের বাবা মতিউর রহমান জানান, রাত ১১টায় মোবাইল ফোনে সর্বশেষ কথা হয় ছেলে সবুজের সঙ্গে। তখন সে জানায়, বাসায় ফিরছে। এরপর থেকে সবুজের কোনো খোঁজ মেলেনি। তার ফোনও ছিল বন্ধ। সকালে তার মৃতদেহ কবরস্থানের পাশে নর্দমায় পাওয়া যায়।
জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান জানান, নিহতের মুখমণ্ডলে রক্ত ও আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে এটা খুন। এ ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।