বরগুনায় গৃহবধূ নির্যাতনের প্রতিবাদে সমাবেশ
বরগুনার তালতলীতে গৃহবধূ মারজানা আক্তার লাইজুকে নির্যাতনের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ এবং উন্নয়ন সংগঠন ফারিয়া লারা ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সকালে তালতলী শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নির্যাতিতের স্বজনরা অংশ নেন।
মানববন্ধন ও সমাবেশ শেষে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
বক্তারা জানান, মারজানা আক্তার লাইজু উপজেলার মালিপাড়া গ্রামের হুমায়ুন খন্দকারের স্ত্রী। তিনি সন্তানসম্ভবা। হুমায়ুন গত ৮ আগস্ট লাইজুর ওপর নির্যাতন চালায়। এতে লাইজু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো লাইজুর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি বলে জানান বক্তারা।
লাইজুর স্বজনরা জানান, হুমায়ুন খন্দকারের মা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য। মাদকাসক্ত হুমায়ুন এর আগেও একাধিকবার স্ত্রী লাইজুকে নির্যাতন করেছেন।