খালেদা জিয়ার কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মোটরচালক ও শ্রমিকরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়ে ব্যানার, প্ল্যাকার্ডসহ তাঁরা গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনের রাস্তায় জড়ো হন। তাঁরা বলেন, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য অবরোধ-হরতাল প্রত্যাহার করা উচিত। তাঁদের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসনের কাছে স্মারকলিপি দেয়।
পরে মোটরচালক ও শ্রমিকরা কাফনের কাপড় পরে চেয়ারপারসনের কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। গুলশানের ৮৬ নম্বর সড়কে তাঁদের আটকে দেয় পুলিশ। শ্রমিকরা জানান, টানা অবরোধ ও হরতালে তাদের দৈনন্দিন জীবন চালানোই দায় হয়ে পড়েছে।
এসব কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনএফ প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ।