নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীতে আটক ৭৬
রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৭৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল চলাকালে নাশকতা চালানোর পরিকল্পনার অপরাধে এদের সবাইকে আটক করা হয়েছে।
চলমান অবরোধের মধ্যে গত শুক্রবার ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় ২০-দলীয় জোট। এরপর গতকাল বুধবার তা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা বাড়ানো হয়।