বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ তরুণের মৃত্যু
বরগুনার বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বেতাগীর কলেজ রোড এলাকার একটি বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই তরুণের নাম বসির (২২) ও জনি (২০)। বসির ও জনি দুজনেই স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রী। তাঁদের দুজনের বাড়ি বেতাগী পৌর শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতাগী থানার উপপরিদর্শক (এসআই) জহির জানান, দুই তরুণ অপঘাতে মারা গেছেন। নিহতদের স্বজনদের কোনো অভিযোগ নেই। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।