ভূমিকম্প আতঙ্কে শেরপুরে বৃদ্ধের মৃত্যু
ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে শেরপুর সদর উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের বেতমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হায়দার আলী নান্নু (৬০) ওই গ্রামেরই বাসিন্দা।
ঘুঘুরাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে হায়দার আলী চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁকে দাফনের প্রস্তুতি চলছে বলে ইউপি চেয়ারম্যান জানান।