নদীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
বরগুনার খাগদন নদে মাছ ধরতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে লাকুরতলা এলাকার নূরল ইসলাম কুটিয়ালের বাড়ির পেছনে খাগদন নদে এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব খাঁর (৬০) বাড়ি বরগুনার খাজুরতলা গ্রামে। তিনি পেশায় ছিলেন দিনমজুর।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সকাল ৮টার দিকে নাতনি ফারজানাকে (১১)নিয়ে মাছ ধরতে যান মোতালেব খাঁ। এ সময় জাল ফেলে তা তুলতে গিয়ে ধীরে ধীরে তলিয়ে যান মোতালেব খাঁ। জালের দড়ি তার ডান হাতের সঙ্গে বাঁধা ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মোতালেব খাঁর লাশ উদ্ধার করে।
বরগুনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আ. হালিম বলেন, নদের গভীরতা অনেক এবং জালের ওজনও ছিল বেশি। এসব কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি। তবে হঠাৎ স্ট্রোক করেও তাঁর মৃত্যু হতে পারে বলে জানান আ. হালিম।