পাহাড়ে যেতে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে বিদেশিদের
এখন থেকে তিন পার্বত্য জেলায় বিদেশিদের ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। আগে শুধু জেলা প্রশাসকের অনুমতি নিয়েই পাহাড়ে যেতে পারতেন বিদেশিরা।
আজ বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) মিজানুল হক চৌধুরী এক অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলায় বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমতি লাগবে। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা ভ্রমণ করতে পারবেন না।’
জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে প্রবেশের সুযোগ ছিল। কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমতি লাগবে।
দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে মিজানুল হক চৌধুরী সরকারি কর্মকর্তাদের মধ্যে ট্যাব বিতরণ করেন। অনুষ্ঠানে দক্ষতা বাড়াতে ২৭০ জন সরকারি কর্মকর্তাকে হুই ট্যাবলেট দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আহম্মেদ, আবু জাফর, জেলা আনসার বাহিনীর কমান্ডিং অফিসার মোহাম্মদ ইব্রাহিম, জেলা সিভিল সার্জন অনক দেওয়ান উপস্থিত ছিলেন।