পিরোজপুরে শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরে সহকারী শিক্ষিকা মিতালী খানমের ওপর হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন তাঁর সহকর্মীরা।
গতকাল বুধবার বিকেলে গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সহকারী শিক্ষক আবু লায়েস মল্লিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, আইনজীবী খান মো. আলাউদ্দিন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, শিক্ষক নেতা দিলীপ কুমার প্রমুখ।
গত শনিবার দুপুরে সদর উপজেলার ৪৫ নম্বর ওদনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী জেমি আক্তারের মা ফারজানা আক্তার শিমু ও তার নানি মাহমুদা বেগম বিদ্যালয়ে এসে পরীক্ষার রেজাল্ট নিয়ে শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
উত্তেজিত হয়ে একপর্যায়ে তারা জেমির মার্কশিট ছিঁড়ে ফেলেন। এ সময় শিক্ষিকা মিতালী খানম এর প্রতিবাদ করেন। পরে একপর্যায়ে শিক্ষার্থী জেমির মা ফারজানা আক্তার শিমু ও তার নানি মাহমুদা বেগম শিক্ষিকা মিতালী খানমকে কিল-ঘুষি মারেন এবং দেয়ালের সঙ্গে আঘাত করেন।
পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা আহত মিতালী খানমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।