পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণিল শোভাযাত্রা
পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আখড়াবাড়ী মন্দির থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এক শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়িতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক। পর কালীবাড়ী মন্দিরে এক আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. তপন কুমার বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান খালেক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর শাখার সভাপতি সমীর কুমার দাস বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোনো ধর্মই হত্যা সমর্থন করে না। তাই যারা ধর্মের নামে হত্যা, সন্ত্রাস করে তাদের কোনো ধর্ম নেই। সবাই একসঙ্গে এই সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। সভা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।