ময়মনসিংহে উপজেলা চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ
গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা চেয়ারম্যান ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের দুই নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম মেহনাজ সিদ্দিকী এ আদেশ দেন।
আজ আদালতে হাজির হয়ে আজিজুর রহমান জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
চলতি বছরের ১২ জানুয়ারি বিএনপি নেতা আজিজুর রহমানসহ ৪৩ নেতা-কর্মীর নামে এই মামলা দায়ের করে ফুলবাড়ীয়া থানা পুলিশ ।
আজ আদালতে তাঁর জামিনের আবেদনে শুনানিতে জেলা আইনজীবী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক নুরুল হক, সহসভাপতি মো. আবু হানিফ খান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এইচ এম খালেকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, আইনজীবী আতাহার হোসেন চৌধুরী, আজিজুল হক খান, সাজ্জাদুর রহমান আকন, এম এ হান্নান খান, আকরাম হোসেন, মাসুদ তানভির তান্নাসহ শতাধিক আইনজীবী।
অন্যদিকে জামিনের বিরোধিতা করেন আদালত পুলিশের উপপরিদর্শক ফাহমিদা।