শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিশু ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রমনীরঞ্জন চাকমা এ রায় দেন।
রুহুল আমিন (২৫) উপজেলার টরকী দক্ষিণ গ্রামে বাসিন্দা। আদালত তাঁকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাবিবুল ইসলাম তালুকদার মামলার বরাত দিয়ে এনটিভি অনলাইনকে জানান, ২০০৮ সালের ৭ আগস্ট বিকেলে তিন বছর বয়সী শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন রুহুল আমীন। পরে শিশুটিকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরদিন ৮ আগস্ট শিশুটির মা রুহুল আমিনকে আসামি করে মামলা করেন। মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন মজুমদার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সহযোগিতা করেন সহকারী পিপি জসিম উদ্দিন ভুঁইয়া। আসামিপক্ষে ছিলেন আনোয়ার গাজী।