সাথীর আত্মহনন, সহকারী প্রধান শিক্ষক আটক
চাঁদপুরে স্কুলছাত্রী সাথী আক্তারের আত্মহননের ঘটনায় বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন মজুমদারকে আটক করেছে পুলিশ। সাথী সদর উপজেলায় অবস্থিত ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ ওলি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে আলাউদ্দিনকে আটক করা হয়।
গতকাল সোমবার বাগাদী ইউনিয়নে শেখবাড়ী গ্রামে নিজ বাড়িতে সাথীর ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে স্বজনরা। স্বজনদের দাবি, বিদ্যালয়ের বেতন ও পরীক্ষার ফি পুরোপুরি পরিশোধ করতে পারেনি সাথী। আর এ কারণে শিক্ষকরা তাকে শাস্তি দেন। আর এরই জের ধরে আত্মহত্যা করে সাথী।
সাথীর মা চায়না বেগম জানান, মাসিক ব্তেন ও নিম্ন মাধ্যমিক সমাপনী (জেএসসি) মডেল টেস্ট পরীক্ষার ফি বাবদ প্রতি শিক্ষার্থীকে ২৮০ টাকা করে দিতে বলা হয়। সাথী বিদ্যালয়ে গিয়ে ২৬০ টাকা জমা দেয়। আর এ কারণে বিদ্যালয় প্রাঙ্গণে রোদের মধ্যে কান ধরিয়ে ওঠবস করিয়ে শাস্তি দেন ওই বিদ্যালয়ের দুই শিক্ষক ফাতেমা বেগম ও শংকর।
এ ঘটনায় গতকাল সাথীর বাবা দেলোয়ার শেখ চারজনকে আসামি করে মামলা করেন।