খুলনায় বিশেষ অভিযানে আটক ২৯
খুলনা মহানগরে বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সোনাডাঙ্গা থানা বিএনপির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান হারুনও আছেন।
খুলনা মহানগর মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, গতকাল বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরের আটটি থানায় এ বিশেষ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার।
এদিকে বিএনপির অবরোধ ও হরতালের মধ্যে গতকাল রাতে খুলনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে, পিটিআই মোড় ও শেখপাড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ নগরে অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে হরতাল ও অবরোধ কর্মসূচি। কোনো পিকেটারকে রাস্তায় দেখা যায়নি।
খুলনা থেকে দূরপাল্লার কোনো বাস যায়নি বা নগরীতে প্রবেশও করেনি। নগরে ইজিবাইকসহ হালকা যানবাহন চলাচল করছে। নিউমার্কেটসহ বড় বড় বিপণিবিতান বন্ধ রয়েছে। ট্রেন এবং নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।