কেন্দুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৩
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সদ্য বিবাহিত এক গৃহবধূর লাশ আজ মঙ্গলবার সকালে উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে।
নিহত নার্গিস আক্তার (১৯) কেন্দুয়ার মাসকা ইউনিয়নের রায়পুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব জানান, ২৬ দিন আগে রায়পুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে হাবিবুর রহমান হবির সাথে একই গ্রামের নার্গিসের বিয়ে হয়। মাসকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ সকাল সাড়ে ৮টার দিকে হবির বাড়ির পাশের পুকুর থেকে নার্গিসের লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নার্গিসকে হত্যা করা হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হবি, তাঁর বাবা আবদুস সাত্তার ও মা নূর বানুকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।