নড়াইলে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মী গ্রেপ্তার
নড়াইলের দুটি এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে পুলিশের একটি বিশেষ দল সদর থানার শহরতলির কাগজীপাড়া ও লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আজিজুল হক, মো. হেদায়েত হোসেন ও আবদুর রহমান।
সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, জামায়াত-শিবিরের তৎপরতার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে তিনজনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
এএসপি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. আজিজুল হক আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি ককটেল ও ‘জিহাদি’ বই জব্দ করা হয়। এ ছাড়া গ্রেপ্তার মো. হেদায়েত হোসেন সদর উপজেলার হবখালী ইউনিয়ন শিবিরের সেক্রেটারি।
পুলিশের এই কর্মকর্তা জানান, তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় বিস্ফোরক আইন ও নাশকতা পরিকল্পনার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।