নেত্রকোনায় ব্যবসায়ী হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
নেত্রকোনার পূর্বধলার ব্যবসায়ী মো. আবদুল আজিজকে (৪৫) হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আরো তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আবদুল হামিদ আজ মঙ্গলবার ছয় আসামির উপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন পূর্বধলা উপজেলার খলিশাপুর ইউনিয়নের পাবই গ্রামের আবদুল হামিদ (৪০), মো. উজ্জ্বল মিয়া (২৩), হেলাল মিয়া (৪০), রব্বানী (৪৫) ও রেহানা বেগম ওরফে রীনা বেগম (৪৭)। তাঁদের মধ্যে উজ্জ্বল ও রব্বানী পলাতক রয়েছেন। একই মামলায় এক বছর করে সাজা পাওয়া আসামিরা হলেন একই গ্রামের রাশিদা বেগম (৩০), রওশনারা বেগম (২৮) ও নাদিয়া বেগম (৩০)।
মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবদুল কাদির ভূঁইয়া জানান, পূর্বধলা উপজেলার খলিশাপুর ইউনিয়নের পাবই গ্রামের আবদুল হামিদের সঙ্গে একই গ্রামের আবদুল আজিজের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষের লোকজন ধানখেতের আইল কাটতে থাকলে পূর্বধলার ফাজিলপুর বাজারের দোকান থেকে ঘটনাস্থলে ছুটে যান আজিজ। সেখানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর পরদিন আটজনের নামে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী জাহানারা বেগম। একই বছরের ২৬ জুন আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আজ এ রায় দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মো. মাহফুজুল হক ও অশোক তালুকদার।