পাথরঘাটায় ৫ মণ হরিণের মাংসসহ আটক ২
বরগুনার পাথরঘাটা উপজেলায় পাঁচ মণ হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে কাকচিড়া নৌপুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকচিড়া বাজার সংলগ্ন খালে একটি ট্রলার থেকে মাংসসহ এ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বাসিন্দা মালেক গোমোস্তা, একই উপজেলার তাফালবাড়ি গ্রামের বাসিন্দা নবী হোসেন।
কাকচিড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকচিড়া খালে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে প্যাকেট করা অবস্থায় প্রায় পাঁচ মণ মাংস উদ্ধার করা হয়। তারা পেশাদার হরিণ শিকারী।
পরে আটককৃতদের পাথঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।