বরগুনায় রিকশাশ্রমিকদের সচেতনতা বাড়াতে সমাবেশ
শব্দ দূষণ রোধ, নির্ধারিত ভাড়ায় আইন মেনে রিকশা চালানো এবং যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ বিষয়ে বরগুনার রিকশাচালকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেলা পুলিশের সহযোগিতায় পৌর কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক ড. মোহা. বসিরুল আলম। সমাবেশে আরো বক্তব্য দেন বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌরসভার মেয়র মো. সাহাদাত হোসেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু, জেলা এনজিও উন্নয়ন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, প্রেসক্লাব সম্পাদক আবু জাফর মো. সালেহ, কমিউনিটি পুলিশিং সদস্য অ্যাডভোকেট সঞ্জীব দাস, সাংবাদিক মুশফিক আরিফ, উন্নয়ন সংগঠন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, নারীনেত্রী সোহেলী পারভিন ছবি, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।
সমাবেশে স্থানীয় মাদক কারবারীদের বিষয়ে গোপন তথ্য দিতে জেলা পুলিশের পক্ষ থেকে রিকশা শ্রমিকদের আহ্বান জানানো হয়। সমাবেশে সহস্রাধিক রিকশাশ্রমিক অংশ নেয়।
সমাবেশ শেষে স্থানীয় প্রতিবন্ধী যুবক কামাল হোসেনকে একটি নতুন রিকশা দেয় জেলা পুলিশ প্রশাসন।