বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
বান্দরবানে জিপগাড়ি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরো এক তরুণী আহত হয়েছে। আজ বুধবার দুপুরে দেড়টার দিকে সদর উপজেলার ডলুপাড়া এলাকায় বান্দরবান-চন্দ্রঘোনা সড়কে এই ঘটনা ঘটে।
সদর উপজেলার কুহালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, সদর উপজেলার ক্যায়ামলং পাড়া থেকে দুজন নারী যাত্রী নিয়ে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল বাঙ্গালহালিয়া যাওয়ার পথে ডলুপাড়া স্থানে জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চাওয়াং মারমার (১৮) মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেল চালক উথোয়াই মারমা (৩০) ও আরোহী চামাচিং মারমা (২৩)। অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। আর চামাচিং মারমাকে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, জিপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন মারা গেছে। আহত আরেক তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।
বান্দরবানের রোয়াংছড়ি, চন্দ্রঘোনা, লামা, নাইক্ষ্যংছড়িসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে মোটরসাইকেলে করে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করা হয়। এর আগেও গতমাসে রোয়াংছড়িতে একইভাবে ভাড়ায়চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়।