পটুয়াখালীতে আইনজীবীদের চেম্বার গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা
পটুয়াখালী শহরের কলেজ রোডে বিএডিসির পূর্বপাশে অবস্থিত আইনজীবীদের ‘ল’ অ্যাসোসিয়েটস চেম্বার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে চেম্বারটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়।
হামলার ব্যাপারে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাদী হয়ে পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো পাঁচ-ছয়জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন। আসামিরা হলেন আবদুল হক, সেলিম, উজ্জ্বল, মোজাম্মেল হোসেন, বাচ্চু ও জাহিদ।
মামলার আর্জিতে জানা যায়, আসামিরা ল চেম্বারের পেছনের ফাঁকা জায়গায় বসে মদ, গাঁজা সেবন ও ব্যবসা করে। এ ব্যাপারে নিষেধ করলে আসামিরা দলবদ্ধভাবে ক্ষুব্ধ হয়ে শাবল, দা, রামদা নিয়ে ল চেম্বারের দরজা ভেঙে ভেতরে ঢুকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এ সময় চেম্বারে উপস্থিত আইনজীবীরা বাধা দিলে আসামিরা বাদীর গলার সোনার চেইন ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আসামিরা চেম্বারের চেয়ার, টেবিল, আলমারিসহ চেম্বার ঘরটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। এ সময় চেম্বারের পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, থানায় কেউ অভিযোগ করেনি। বিজ্ঞ আদালত থেকে আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।