হাকিমপুরে ৭৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার
দিনাজপুরের হাকিমপুরে ৭৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, আজ ভোর ৫টার দিকে হিলি সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ফেনসিডিল পাচার হচ্ছে- এমন গোপন খবর পেয়ে ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠের রাস্তার ওপর অবস্থান নেন বিজিবির সদস্যরা। এ সময় চোরাচালানিরা ওই রাস্তার ওপর দিয়ে যাওয়ার পথে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকটি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে এসব পোটলা থেকে ৭৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।
রফিকুল ইসলাম আরো জানান, ফেনসিডিলের বোতলগুলো ফেলে পালিয়ে যাওয়ায় চোরাচালানিদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।