ঝিনাইদহে অস্ত্রসহ দুই যুবক আটক
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া দরগা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
এঁরা হলেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মো. আলী হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলার চেউনিয়া গ্রামের সঞ্জিত কুমার মালাকার।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, সাতটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, তাঁরা সদর উপজেলার নলডাঙ্গা গ্রাম থেকে মোটরসাইকেল করে জেলা শহরের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।