অঝোরে কেঁদে ‘নির্যাতনের’ বর্ণনা দিলেন আ. লীগ নেতা
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবুর বিরুদ্ধে ব্যাপক নির্যাতনের অভিযোগ ওঠেছে।
গতকাল শুক্রবার বাবুর বিরুদ্ধে এ অভিযোগ করেন একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক।
দিনাজপুরের পুলিশ সুপারের (এসপি) সামনে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদেন আব্দুর রাজ্জাক। এ সময় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথাও জানান।
গতকাল রাতে হাকিমপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধকেন্দ্রে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য দেন আলীহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক।
দিনাজপুর পুলিশ সুপারসহ উপস্থিত সবার সামনে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমিসহ আমার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে বিরোধী দলে থাকা অবস্থায় অনেক ঘাত-প্রতিঘাতসহ অন্যায়-অত্যাচার সইতে হয়েছে। আর এখন নিজ দলের ইউপি চেয়ারম্যান গোলাম রসুল বাবু সেই বিরোধীদের মতো আমার এবং এলাকার লোকজনের ওপর বিরোধীদের মতো আচরণ করছেন। তাঁর অন্যায়, নির্যাতনের কারণে আমি, আমার পরিবারসহ শত শত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।’
‘তিনি (বাবু) আলীহাট ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। সরকারের উন্নয়নমূলক কাজে পুকুরচুরি করছেন। তাঁর এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি চায় নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার ভুক্তভোগী মানুষ।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের এসপি মো. হামিদুল আলম মাদক প্রতিরোধে হাকিমপুর থানা পুলিশের নেওয়া বিভিন্ন কার্যক্রমকে সাধুবাদ জানান। তিনি বলেন, যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী ডিসেম্বরে হাকিমপুর থানাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। এ লক্ষ্যে পুলিশের পাশাপাশি আন্তরিকতার সঙ্গে কমিউনিটি পুলিশিং কমিটির সব সদস্য, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ সব পর্যায়ের মানুষের প্রতি তিনি আহ্বান জানান।
এসপি হামিদুল আরো বলেন, অপরাধী যেই হোক তাঁকে আইনের আওতায় আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে সাধারণ মানুষ যেন এ ব্যাপারে হয়রানির শিকার না হয়। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রুখতেও সবার প্রতি আহ্বান জানান তিনি।
চেয়ারম্যান বাবু সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, অন্যায় বা অপরাধ করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু তাঁর বিরুদ্ধে থানায় জিডি রয়েছে। তাই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু হায়দার মো. ফয়জুর রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মো. আজিজুর রহমান, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ডাবলু, বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে গত বুধবার রাতে গোলাম রসুল বাবুসহ ছয়জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় জিডি করেন আবদুর রাজ্জাক।