ঘোড়াঘাটে পিস্তল, গুলিসহ আটক ১
দিনাজপুরের ঘোড়াঘাটে পিস্তল ও ছয়টি গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার একটি ধানের চাতাল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব ১৩-এর মেজর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার চাটশাল গ্রামের আসাদুল ইসলামের চাতাল থেকে একটি পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে। পিস্তল ও গুলিগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় চাতালের ভেতরে লুকানো ছিল। এ ঘটনায় চাতালের ম্যানেজার আবদুল হাকিমকে (৫৫) আটক করেছে র্যাব।