কুষ্টিয়ায় বাস উল্টে নিহত ৪, আহত ৩০
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। নারী-শিশুসহ এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের অন্তত ৩০ যাত্রী। উপজেলার নয়মাইল এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ও নিহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, গতকাল বুধবার দিবাগত রাতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে (ঢাকা চ-৩৬৯৮) করে তাঁরা সবাই ফরিদপুর জেলার আটরশি বিশ্বজাকের মঞ্জিলে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। রাত ৩টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কাচারী এলাকায় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে উল্টে পড়ে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি।
urgentPhoto
ওসি কাজী জালাল উদ্দিন এ ঘটনায় হতাহতদের পরিচয় জানিয়েছেন। নিহতরা হলেন—জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জাকের পার্টির সভাপতি কেশবপুর গ্রামের বাসিন্দা আলম মণ্ডল (৫৫), একই গ্রামের জাহিদুল ইসলাম (৪০), আক্কেলপুরের নূরে আলম সিদ্দিক (৫৫) ও বাসের চালক পারভেজ (৩৪)।
এ ছাড়া আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আবদুর রশিদ, নাছিমা, আবু বক্কর, ছানোয়ার, বেনু, কালাম, হামিদ, হেলাল, পারুল, শহিদুল, জাভেদ, আছমা, জোসনা, আবদুল মজিদ, আবদুস ছাত্তার ও আবদুল হামিদসহ আহত অন্তত ৩০ যাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবারই বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।